চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পের প্যান্ডেলের কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে। এছাড়া অফিসের চেয়ার-টেবিল ও পোস্টার পুড়ে গেছে।
বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, রাতের অন্ধকারে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনি অফিসে আগুন দেওয়া হয়। লোহাগাড়ার এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত