চট্টগ্রামের ১৬ আসনে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে আর মাত্র একদিন প্রচারণার সময় থাকায় এই মূহুর্তে দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের। প্রার্থীদের পাশাপাশি তাদের দলীয় কর্মী সমর্থক ও অনুসরারিরাও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে কোনো মূল্যে সর্বোচ্চ পরিমাণ ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রত্যেক প্রার্থী।
চট্টগ্রাম-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বৃহস্পতিবার দিনভর মিরসরাইয়ের মিঠাছাড়া ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। এই আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও দিনভর প্রচারণা চালিয়েছেন।
চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পাহাড়তলী বণিক কল্যাণ সমিতির সাথে মতবিনিয় করেছেন। এছাড়া আশপাশের এলাকাগুলোতে তিনি গণসংযোগ করেন। এই আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম এবং কেটলি প্রতীকের ফরিদ মাহমুদও দিনভর প্রচারণা চালিয়েছেন।
চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফ ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনও দিনভর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। সুমন নগরীর সল্টগোলা ক্রসিং থেকে কাঠগড় এলাকা পর্যন্ত বিপুল নেতাকর্মী সমর্থক নিয়ে গনসংযোগ করেন।
চট্টগ্রাম-১২ আসনের নৌকা প্রতীকের মোতাহেরুল ইসলাম চৌধুরী দিনভর পটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
এছাড়াও চট্টগ্রামের ১৬ আসনে দিনভর উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা করে প্রচার প্রচারণা চালিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। এসময় তারা শেষ মূহুর্তে ভোটারদের মনযোগ আকর্ষণের জন্য তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন।
চট্টগ্রাম-২ আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, সুপ্রিম পার্টির সাইফুদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব জোর প্রচারণা চালিয়েছেন। এই আসনের তরিকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর বৃহস্পতিবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন, নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, তৃণমূল বিএনপির নাজিম উদ্দিন, চট্টগ্রাম-৬ আসনের নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনের জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণসংযোগ করে ব্যস্ত সময় পার করেছেন।
এছাড়াও চট্টগ্রাম-১৩ আসনের নৌকা প্রতীকের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার, নৌকা প্রতীকের নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের নৌকা প্রতীকের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব, চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ অন্যন্য প্রার্থীরা প্রচার প্রচারণার মাধ্যমে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে গেছেন।
বিডি প্রতিদিন/এএম