নির্বাচনি প্রচারণার শেষ দিনে (৫ জানুয়ারি সকাল ৮টার আগে প্রচারণার সময় শেষ) বান্দরবান আসনের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর সমর্থনে বৃহস্পতিবার ৪ জানুয়ারি দুপুরে বিশাল মিছিল করেছে নেতাকর্মী ও সমর্থকরা।
বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজার মাঠে এসে শেষ হয়। পরে সেখানে উপস্থিত জনতার কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন বীর বাহাদুর উশৈসিং।
অন্যদিকে তার অপর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এটিএম শহীদুল ইসলাম লামা পৌর শহরে বেশ কয়েকটি পথসভা করলেও জেলা সদরে তার তেমন প্রচার-প্রচারণা দেখা যায়নি। জাতীয় পার্টির কর্মীরাও সক্রিয় নয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দুইজন প্রার্থী আছেন। এর মধ্যে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং টানা ৬ বার নির্বাচিত সংসদ সদস্য। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে। অন্যদিকে জাতীয় পার্টির এটিএম শহীদুল ইসলাম এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল