চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ হাজার ১৮২ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন, ফাতেমা বেগম, রনি মিজি, খালেদা বেগম, মাসুদ মিয়া ও মুরাদ কবিরাজ। বুধবার তাদের গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা, নগরের চকবাজার ও শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তারা জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামসহ সারাদেশে পাচার করছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম