চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
বুধবার সকাল সাতটার দিকে উপজেলার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন