চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী এবার নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে থানা কম্পাউন্ডে টানিয়েছেন নির্বাচনি ব্যানার। সরকারি স্থাপনায় নির্বাচনি ব্যানার টানানোর খবর ছড়িয়ে পড়লে পটিয়া জুড়ে শুরু হয় তোলপাড়। পরে মঙ্গলবার বিকেলে তা সরিয়ে ফেলা হয়।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর লোকজন থানার বৈদ্যুতিক খুঁটির সাথে নির্বাচনি ব্যানার লাগায়। কিন্তু নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা অভিযান চালানোর আগে তা সরিয়ে ফেলা হয়।
জানা যায়, পটিয়া থানা পুলিশের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী নির্বাচন কমিশনে অভিযোগও করেন। অভিযোগের ভিত্তিতে থানার ওসি নেজাম উদ্দিনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বদলি করে নির্বাচন কমিশন।
বিডি প্রতিদিন/হিমেল