চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতের নাম নুর মোহাম্মদ (৩৮)। তিনি স্থানীয় হাজিরখীল এলাকার মৃত শামসুল ইসলামের সন্তান। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, সোমবার রাতে সরলবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে গেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল