সিলেটে প্রায় ১৪ হাজার কেজি ভারতীয় চিনিসহ মখলিছুর রহমান (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সিলেট শহরতলীর দাসপাড়া মুসলিম স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। মখলিছুর সিলেটের জৈন্তাপুর উপজেলার আগফৌদ গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ট্রাকে বালুর নিচে ভারতীয় চিনি গোপনে সিলেট শহরের দিকে নিয়ে আসা হচ্ছিল হচ্ছে। এমন খবরে শহরতলীর দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে শাহপরাণ (রহ.) থানা। পরে ট্রাকটিকে থামিয়ে ২৭৮ বস্তায় (১৩ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬৮ হাজার টাকা। এসময় আটক করা হয় মখলিছুর ও বহনকারী ট্রাক।
সিলেট মহানগর পুলিশর মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত