মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এক্সে (টুইটার) আবারও লিংকসহ দেখা যাবে সংবাদ। মালিকানা নিয়েই মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটারের নাম বদলান, জারি করেন হরেক নিয়মকানুন। গত অক্টোবরেই হঠাৎ করে এক্স পোস্টের লিংকে সংবাদের শিরোনাম দেখানো বন্ধ করা হয়।
ফলে ব্যবহারকারীরাও চটে যান। দেড় মাস পর মাস্কের হুঁশ ফিরেছে। এবার ইলন মাস্ক জানিয়েছেন, এক্সে বিভিন্ন ওয়েবসাইটের সংবাদের শিরোনাম আবার দেখা যাবে।
ফলে ওয়েবসাইটে না ঢুকেও খবরের শিরোনাম দেখতে পারবেন এক্স ব্যবহারকারীরা। তবে কবে নাগাদ এ সুবিধা ফের চালু করা হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাননি মাস্ক।
ধারণা করা হচ্ছে, এক্সের পরবর্তী সংস্করণ থেকেই সুবিধাটি ব্যবহারের সুযোগ মিলবে।
বিডি প্রতিদিন/নাজমুল