‘ফোনটি রিস্টোর, আপডেট বা কোনো কিছু ইরেজ করা যাবে না। এটি যিনি কিনবেন তিনি ফোনটি কখনো নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না। ব্যাপারটা অনেকটা অন্য কারো ফোন ব্যবহার করার মতো একটা ঘটনা হবে।’
এভাবেই বর্ণনা দিয়ে নিজের ফোনটি ই-কমার্স প্রতিষ্ঠান ইবেতে নিলামে তুলেন কেন পিলোনেল নামের একজন প্রকৌশল শিক্ষার্থী। তারপরও এই ফোনের দাম উঠেছে ৮৬ হাজার ১ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ৭৮ হাজার ২৬ টাকা।
কিন্তু কী কারণে এত দাম উঠল ফোনটির? ফোনটির বিশেষত্ব হলো- এটিতে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে কাজটি অ্যাপলের পক্ষ থেকে করা হয়নি। ওই শিক্ষার্থী তার নিজের আইফোন এক্সটি বিশেষভাবে মোডিফাই করেছিলেন। খবর টেকস্পটের।
ফোনটি ইবেতে ১ নভেম্বর নিলামে তোলা হয়। আর শেষ হয় ১১ নভেম্বর। নিলামের একদম শেষ মুহূর্তে একজন ৮৬ হাজার ১ ডলার দাম হাঁকিয়ে তা লুফে নেন।
ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, এটি বিশ্বের প্রথম ইউএসবি-সি আইফোন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ