বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে আইফোনের সর্বশেষ সিরিজ ‘আইফোন ১৩’। আগামী ২৯ অক্টোবর থেকে অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে ক্রেতারা ঢাকাসহ সারাদেশে থেকে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনতে পারবেন।
সিপিএল আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩। এছাড়া, প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন।
উল্লেখ্য, আগাগোড়া নতুন আঙ্গিকে সাজানো ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১৩ এবং আইফোন ১৩ মিনি ব্যবহারকারীদের দেবে আইফোনের সর্বকালের সেরা প্রো ক্যামেরা সিস্টেম, প্রো-মোশান সমৃদ্ধ সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, উন্নত ব্যাটারি লাইফ এবং অ্যাপলের ডিজাইনকৃত ফাইভ-কোর জিপিইউ সম্বলিত এ১৫ বায়োনিক চিপ।
বিডি-প্রতিদিন/শফিক