কাজে ফিরতে নিতে হবে না ভ্যাকসিন। অফিসের প্রায় ৫০,০০০ হাজার কর্মচারীকে এমন বার্তা দিলেন ফেসবুক ও মার্ক জাকারবার্গ। একই সঙ্গে জানা গেল, ২০২১ সালে খুলছে ফেসবুকের সকল অফিস।
মার্ক জাকারবার্গ বলেন, গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকল কর্মচারীদের সঙ্গে বৈঠক করা হয়। কর্মচারীরা জানতে চান অফিসের যোগ দিতে তাদের ভ্যাকসিন নিতে হবে কিনা? তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না ভ্যাকসিন সহজলভ্য হচ্ছে ততদিন অফিস আসতে হবে না। কিন্তু তার মানে এই নয় যে, অফিসে আসতে গেলে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক।
প্রসঙ্গত, ফেসবুকের অধিকাংশ কর্মচারী বাড়ি থেকেই কাজ করছেন। এদিন, বৈঠকে মার্ক জাকারবার্গ বলেন, বেশ কিছু কর্মচারী বাড়ি থেকে কাজ করার জন্য কাজের জায়গা ছেড়ে বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে সেখান থেকে ফিরেও এসেছেন। এমন পরিস্থিতিতে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন।
মার্ক জাকারবার্গ জানিয়েছেন, যতদিন না বিশ্বজুড়ে সহজলভ্য হচ্ছে, ততদিন বাড়ি গিয়ে কাজের পরামর্শ নিয়েছে ফেসবুক। অন্যদিকে, তিনি আরও জানিয়েছেন, তিনিও অপেক্ষা করছেন ভ্যাকসিনের জন্য। গোটা বিশ্ব থেকে করোনা ভাইরাস নির্মূল হচ্ছে, ততদিন অফিস খোলার পর পালন করা হবে কঠিন স্বাস্থ্যবিধি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ