জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পোস্ট করলেই পোস্টদাতার চোখ থাকে লাইক আর কমেন্ট অপশনে। এমনকি অনেকে লাইক বেশি পেতে নানা কাণ্ডজ্ঞানহীন কাজ করেন। এ নিয়ে অনেকের মাঝেই প্রতিযোগী মনোভাব কাজ করে।
ফেসবুক পোস্টের লাইকের সংখ্যা নিয়ে এই প্রতিযোগিতার দিন বোধহয় শেষ হতে চলেছে। ফেসবুক কর্তৃপক্ষ সম্ভবত এই অসুস্থ প্রতিযোগিতার কারণে লাইক কাউন্ট ফিচারটিই তুলে দিতে যাচ্ছে। খবর দ্য ভার্জ'র।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক ভাবে আপাতত পোস্টের লাইকের সংখ্যা 'হাইড করা' শুরু করছে তারা। তবে সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণভাবে চালু করা হয়নি। ইতিমধ্যেই ইনস্টাগ্রাম বিশ্বের ৬টি দেশে ব্যবহারকারীর পোস্টে লাইকের সংখ্যা হাইড করেছে। এবার ইনস্টাগ্রামের পথেই হাঁটছে ফেসবুক কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল