আইফোনের নতুন সংস্করণ উন্মোচনের তারিখ নিশ্চিত করেছে অ্যাপল, আগামী ১০ সেপ্টেম্বর। ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবস থিয়েটারের আসার জন্য এরইমধ্যে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইভেন্টটির ট্যাগলাইন 'বাই ইনোভেশন অনলি'।
ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে আইফোন ১১, আইফোন ১১ ম্যাক্স ও আইফোন ১১ প্রো ম্যাক্স লঞ্চ হতে পারে। অ্যাপল তাদের পুরোনো রংধনু লোগোকে ফিরিয়ে আনতে পারে। রঙের অদলবদলও ঘটতে পারে এ বছর। এ বছর আপডেটেড হাতঘড়ি (অ্যাপেল ওয়াচ ৫, বহনযোগ্য হোমপ্যাড স্পিকার লঞ্চ করবে। তবে এসব বিষয়ে অ্যাপল এখনো আউষ্ঠানিক ঘোষণা দেয়নি।
তিন ক্যামেরার মধ্যে থাকতে পারে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, কন্সট্যান্ট ফিক্সচার সেন্সর। ফাইভ জি নেটওয়ার্ক পরিসেবা সাপোর্ট থাকতে পারে ফোনগুলোতে। আইওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলবে প্রতিটি ডিভাইস। এই অপারেটিং সিস্টেমে ডার্ক মোড ফিচারসহ অন্দরমহলের একাধিক বদল থাকতে পারে নতুন ডিভাইসে।
বিডি প্রতিদিন/ফারজানা