স্বামীর কাছ থেকে অ্যাপল ওয়াচ উপহার হিসেবে পেয়েছিলেন অ্যান রোয়ি। সম্প্রতি তিনি দাবি করেছেন, ওই এক ঘড়ি তার জীবন বাঁড়িয়ে দিয়েছে। ঘড়িটি ব্যবহার না করলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারতো।
অ্যাপল ঘড়ির সিরিজ-৪ বাজারে এসেছে ১ বছরও হয়নি। এরইমধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন, অ্যাপলের ঘড়ি তাদের জীবন বাঁচিয়ে দিয়েছে।
এবার অ্যান রোয়ি জানালেন, ঘড়ির মাধ্যমে জানতে পারেন তার আট্রিয়াল ফাইব্রিলেশন (এর কারণে নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হয় রোগীর। যার থেকে সহজেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো বড়সড় আক্রমণ করতে পারে) রয়েছে।
ইসিজি করার পর দেখা যায়, ঘড়ির দেখানো তথ্য সঠিক। অ্যান বলেন, আমার স্ট্রোক হতোই, সে সম্পর্কে কোনো ধারণা ছিল না।
এরপরই চিকিৎসকরা ওই নারীর হার্টের মিট্রাল ভাল্ব বদলে ওপেন হার্ট সার্জারি করানোর পরামর্শ দেন। সেই কথা মেনে এখন তিনি পুরোপুরি সুস্থ। হাঁটাচলাও অনেকটা স্বাভাবিক।
বিডি প্রতিদিন/ফারজানা