গোটা হিমালয় অঞ্চলই যে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হয়ে উঠেছে, তা বহুদিন ধরেই বলে আসছেন ভূবিজ্ঞানীরা। এবার তারা জানিয়ে দিলেন, শীঘ্রই যে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়েছে। এক নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
জানা যাচ্ছে, হিমালয়ের কেন্দ্রীয় অঞ্চলের ভূ-স্তরে একাধিক প্লেটের মধ্যে সংঘর্ষ চলছে। ফলে রিখটার স্কেলে ৮.৫ বা তারও বেশি মাত্রার ভয়াবহ ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়েছে। নেপালের ভাটপুর ও মোহানাখোলার মধ্যবর্তী অঞ্চলের ভূ-স্তরে প্লেটের মধ্যে সংঘর্ষ চলছে। গড়ে ১৫ মিটারের চ্যুতি সৃষ্টি হয়েছে। এর ফলে ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে ঠিক কবে এই ভূমিকম্প হবে, সে ব্যাপারে এখনও কিছু বলা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোন সময়েই হতে পারে ভূমিকম্প। আর এমন জোরালো ভূমিকম্প হলে তার প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত