মঙ্গলে রয়েছে নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি’। আর সেই কিউরিওসিটির ক্যামেরায় উঠে আসছে লালগ্রহের আশ্চর্য সব তথ্য। তারই ধারাবাহিকতায় এবার সমানে এসেছে মঙ্গলের এক উজ্জ্বল পাথর। যাকে বিজ্ঞানীরা বলছেন, ‘গোল্ডেন রক’। একদম সামনে থেকে সেই পাথরের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে ‘কিউরিওসিটি’।
বিজ্ঞানের ভাষায় এর নাম দেওয়া হয়েছে ‘Little Colonsay’। এটির উজ্জ্বল চেহারা দেখে মনে করা হচ্ছে এটি কোন উল্কার অংশ। তবে এখনও তার প্রমাণ পাওয়া যায়নি। পাথরটি রসায়নের মাধ্যমেই পরীক্ষা করতে হবে। তাই ব্যবহার করা হবে ‘কিউরিওসিটি’র কেম ক্যাম। এর মাধ্যমেই দেখা হবে পাথরের আসল চরিত্র।
কেম ক্যাম থেকে লেজার রশ্মি বের হবে। সেই রশ্মি দিয়েই খুঁটিয়ে দেখা হবে ওই পাথর। ক্যামেরায় যা দেখা যায় তার থেকে ১০ গুন ছোট জিনিসও দেখাতে পারে কেম ক্যাম। বর্তমানে কিউরিওসিটি, মঙ্গলের পাহাড়ি এলাকায় 'Vera Rubin' গিরিশিরায় আছে। সেটি সেখানে একটি ছাইরঙা বেডরক নিয়ে কাজ করছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত