গুগল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারীদের বেশির ভাগ মানুষ গুগল বাংলাদেশ (www.google.com.bd) ব্যবহার করেন। যে কোনো তথ্য-ছবি অনুসন্ধান এবং যাচাই বাছাইয়ের জন্য বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটি ব্যাপক জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। আর সার্চ ইঞ্জিনের এ জনপ্রিয় ওয়েবসাইটকে পেছনে ফেলে দিল বাংলাদেশ প্রতিদিন (www.bd-pratidin.com)।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক আন্তর্জাতিক অনলাইন র্যাংকিং প্রতিষ্ঠান অ্যালেক্সার তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিজিটকৃত ওয়েবসাইটগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিদিনের (www.bd-pratidin.com) বর্তমান অবস্থান অষ্টম (রিপোর্টটি লেখা পর্যন্ত)।
এছাড়া, বৈশ্বিক ওয়েবসাইটগুলোর মধ্যেও বাংলাদেশ প্রতিদিন অনলাইনের দারুণ উন্নতি ঘটেছে। ইন্টারন্যাশনাল ইন্টারনেট রিচার্স প্রতিষ্ঠান নেটক্র্যাফটের তথ্য মতে, বর্তমানে বিশ্বে মোট সক্রিয় ওয়েবসাইট রয়েছে প্রায় ২১ কোটি। অ্যালেক্সা তথ্য মতে, বিশ্বের সব ওয়েবসাইটের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের অবস্থান ৩১০৭ তম স্থানে।
গুগল অ্যানালাইটিকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ প্রতিদিন অনলাইন প্রতি মাসে পেজ ভিউ হয় প্রায় ৪ কোটি। বিশ্বের ১৮০টি দেশ থেকে ব্রাউজ হচ্ছে পত্রিকাটির অনলাইন ভার্সন।
বিশ্বের এমন অনেক দেশেও বাংলাদেশ প্রতিদিন অনলাইন পড়া হয় যে সব দেশের নাম খুব একটা উচ্চারিত হয় না। যেমন: চাঁদ, এল সালভেদর, সামোয়া, স্লোভেনিয়া, বেলারুশ ও জাম্বিয়া ইত্যাদি। এছাড়াও বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ নানা দেশে বাঙালি পাঠকের কাছে বাংলাদেশ প্রতিদিন অনলাইন দিনে দিনে আরও জনপ্রিয় ও বিস্তার ঘটাচ্ছে। ফলে আন্তর্জাতিক র্যাংকিংয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে বাংলাদেশ প্রতিদিন।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর ২০১৮/আরাফাত