কোন কিছু জানার হলেই বর্তমান প্রজন্ম সাহায্য নেয় গুগলের। আমাদের আজকের এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নেওয়া যাক, ২০১৭ সালে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কোন ১০টি প্রশ্ন সব থেকে বেশি বার জিজ্ঞেস করা হয়েছে গুগলকে-
১। দূরে থেকে কী ভাবে একটা সম্পর্ক ঠিক রাখা যায়?
২। ফেসবুকে ‘রিলেশনসিপ স্ট্যাটাস’ কী ভাবে বদলাতে হয়?
৩। কোনও সম্পর্কের প্রতি বিশ্বাস কী ভাবে গড়ে তুলতে হয়?
৪। ‘পলি রিলেশনশিপ’-এর অর্থ কী?
৫। সম্পর্কে হালকা চিড় ধরেছে। কীভাবে বাঁচানো যায় এই সম্পর্ক?
৬। ‘ওপেন রিলেশনশিপ’-এর অর্থ কী?
৭। প্রেম ভেঙে গিয়েছে। কী করে ভুলে থাকবেন তাকে?
৮। সম্পর্কে তিক্ততা চলছে। কী করে বেরিয়ে আসবেন এমন সম্পর্ক থেকে?
৯। কী করে বুঝবেন যে, প্রেমের সম্পর্কটি এবার শেষ?
১০। একটি সুন্দর-স্বাভাবিক সম্পর্ক কেমন হয়?
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর