সম্প্রতি মহাকাশে পিৎজা পার্টির আয়োজন করল নাসার (NASA) সদস্যরা। ইটালিয়ান স্পেশ এজেন্সির মহাকাশচারী পাওলো নেসপোলি ১০০দিনেরও বেশি ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে ভেসে বেড়াচ্ছেন। আর এই দীর্ঘ সময় নিজের প্রিয় খাবার ছেড়ে থাকাটা সত্যিই একটু কঠিন। তাই এই বিষয়টি নেসপোলি মজার ছলে জানিয়েছিলেন, কতটা তিনি মিস করেন তার প্রিয় খাবার পিৎজা। তার এই কথা শুনেছিলেন পৃথিবীর মধ্যে বসে থাকা তার টিমের অন্যান্য সদস্যরা।
নাসার কার্ক শায়ারম্যান(আইএসএস প্রোগ্রামের ম্যানেজার) তাই উদ্যোগ নেন পিৎজা তৈরির সমগ্র উপকরণ মহাকাশে পাঠানোর। যাতে একটি আস্ত পিৎজা পার্টির আয়োজন করা যায়। তবে নেসপোলি একমাত্র ব্যক্তি নন যিনি এই পিৎজা খেয়েছেন। ছিলেন অনেকেই। তাদের মধ্যে অন্যতম নাসার ব়্যান্ডি ব্রেসনিক সেই বিষয়েই জানান ট্যুইটারে। এই পিৎজা তৈরি করে করে তা কাটার জন্য কাঁচি ব্যবহার করেন মহাকাশচারীরা। তবে এই পার্টিতে তাঁরা যতটা উপভোগ করেছেন সেই ভিডিও দেখলে আপনারও হয়তো ততোটাই ভালো লাগবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার