সৌদি আরবে নারীদের অধিকার চায় নারী রোবট সোফিয়া। এর নির্মাতা প্রতিষ্ঠান হংকংয়ের হ্যানসন রোবটিকসের প্রধান নির্বাহী ডেভিড হ্যানসন এ তথ্য দিয়েছেন। সোফিয়াই প্রথম রোবট যে কোনো দেশের নাগরিকত্ব পেয়েছে। সেই দেশটি হল সৌদি আরব। সোফিয়ার গুণে মুগ্ধ হয়ে এ নাগরিকত্ব দেয় সৌদি কর্তৃপক্ষ।
সৌদির অন্য নারীর চেয়ে সোফিয়া অনেক বেশি স্বাধীন। সৌদি নারীরা একা ভ্রমণ করতে পারে না। রেস্তোরাঁয় বসে একা খেতে পারে না। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারে না। বিচ্ছেদের পর সন্তানের অধিকারও চাইতে পারে না। একা ব্যবসা করতে পারে না।
এ জন্য সৌদি নারীদের জন্য স্বাধীনতা অর্জন নিয়ে আগ্রহী সোফিয়া। ডেভিড হ্যানসন বলেন, 'সোফিয়া নারী অধিকার নিশ্চিতের ক্ষেত্রে বড় দূত। সব মানুষের অধিকার নিশ্চিতে ভূমিকা রাখবে সে। সে সৌদি আরবের নারী অধিকার নিয়ে কাজ করতে চায় এভং এ গ্রহের সব মানুষের জন্যও।'
তবে সোফিয়া কী ধরনের পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয়। ডেভিড হ্যানসন নিজেও সেটি স্পষ্ট করে বলেননি। তবে এসব বক্তব্যে নিশ্চিতভাবেই সোফিয়ার মতো রোবটদের প্রতি আগ্রহ তৈরিতে ভূমিকা রাখবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটদের যাদের সমাজে মিশে যাওয়ার জন্য প্রতিনিয়ত আধুনিকায়ন করা হচ্ছে।
এদিকে, ঢাকায় তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এ প্রদর্শনীতে প্রধান আকর্ষণ থাকছে প্রযুক্তিমানবী রোবট সোফিয়াও। এদিন বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রাখা হবে। এ সময় সোফিয়ার সঙ্গে কথা বলা যাবে, বিভিন্ন প্রশ্নও করা যাবে বলে আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানসনও উপস্থিত থাকবেন। সূত্র : নিউজ উইক।
বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা