জাভা সাপোর্টেড ফিচার ফোন বাজারে এনেছে ওয়ালটন। স্মার্ট ফিচারে সাজানো নতুন এই ফোনের মডেল ‘এস৩২’। এতে রয়েছে বিল্টইন ফেইসবুক এবং অপেরা মিনি। তাছাড়া, এজ থাকায় ইন্টারনেট ব্রাউজিং হবে সহজ ও গতিময়।
ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির ২.৫ডি কার্ভড (বাঁকানো) ডিসপ্লে। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ২ মেগাপিক্সেল রিয়ার এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনে ব্যবহৃত হয়েছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফোনটির বিশেষ ফিচারের মধ্যে আছে এমপিথ্রি, এমপি ফোর, থ্রিজিপি ও এভিআই প্লেয়ার। রয়েছে বিল্ট-ইন অ্যান্টেনা ও রেকর্ডিংসহ সুবিধাসহ এফএম রেডিও। অটোমেটিক কল রেকর্ডিং, ব্লুটুথ, ব্ল্যাকলিস্ট ও হোয়াইট লিস্টের সুবিধা। এতে ৩২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে।
আকর্ষণীয় ডিজাইনের ফোনটির দাম মাত্র ১,৯৯০ টাকা। এটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে।
বিডিপ্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৭/ ই জাহান