পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের মতো এখন থেকে ঢাকার সড়কগুলোর যানজটের সর্বশেষ তথ্য জানা যাবে গুগল ম্যাপে। সম্প্রতি গুগল ম্যাপ বাংলাদেশে তাদের এই ফিচারটি চালু করেছে।
এই ম্যাপের মাধ্যমে রাজধানীর কোন সড়কে জ্যাম রয়েছে বা কোন সড়কে যানবাহনের গতি ধীর গতি রয়েছে তা বোঝা যাবে। এছাড়া কোন সড়ক ফাঁকা তাও জানা যাচ্ছে গুগলের এই সেবায়।
এখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও বড় সড়কগুলোর আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অন্যান্য রাস্তার আপডেটও এখানে যুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগল লোকাল গাইড।
এ ফিচার ব্যবহার করে রাজধানীর মূল রাস্তাগুলোর অবস্থা জানতে ম্যাপের মেন্যু থেকে ট্রাফিক অপশনটি চালু করতে হবে। এরপর রাস্তাগুলোর উপরে সবুজ, হলুদ, কমলা ও লাল রং এর কিছু রেখা দেখতে পাওয়া যাবে। অপশনটি চালু থাকা অবস্থায় ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে।
তবে বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এই ম্যাপটি কতক্ষণ পর পর আপডেট হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৭/হিমেল