বাজারে আসছে চুল আঁচড়ানোর স্মার্টব্রাশ! আর তা নিয়ে আসছে আসছে কসমেটিক্স সংস্থা ল’ওরিয়েল। চুলে ব্রাশ ব্যবহারের এক্সপেরিন্সকে ডেভলপ করতে এতে একাধিক সেন্সর অ্যাড করা হয়েছে। সেন্সর ছাড়াও মাইক্রোফোন, জাইরোস্কোপ আর অ্যাকসেলেরোমিটার অ্যাডেড এই ব্রাশের দাম ধরা হয়েছে ২শ' ডলার।
এর অন্যতম বিশেষত্ব হচ্ছে- জোরে ব্রাশ করলেই ব্রাশটি কাঁপে। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত অনুষ্ঠানে সিইএস-এ ঘোষিত নতুন গ্যাজেটগুলোর মধ্যে এই ব্রাশ অন্যতম আকর্ষণ ছিল বলে জানিয়েছে বিবিসি। ব্রাশটির ইন-বিল্ট মাইক্রোফোন চুল ভাঙ্গার শব্দ রেকর্ড করে। সংস্থাটি জানিয়েছে, ইউজার তার চুলের যত্ন ঠিক মতো করছেন কিনা তার একটি প্রোফাইল তৈরি করে দেবে এই ব্রাশ। তারপর ওয়াই-ফাই বা ব্লুটুথের সাহায্যে অ্যাপে প্রোফাইলের ইনফরমেশন পাঠাবে এটি। এতে ব্যবহৃত সফটওয়্যার চুলের মান, বিভিন্ন অভ্যাস আর ব্যবহৃত জিনিস বিশ্লেষণ করে ইউজার সম্পর্কে উপযুক্ত তথ্য দেবে।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/হিমেল