শুধু নীল সাদা নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার পাল্টে যাচ্ছে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। সাদা-কালোর প্রথা ভেঙে এবার রঙিন হবে ফেসবুক।
অল্প কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হবে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন বছরের শুরুতেই এই ফিচারটি যুক্ত হবে ফেসবুকে।
জানা যায়, নীল-সাদার বদলে ব্যবহারকারীরা এবার থেকে মনের মতো রং দিয়ে নিজেদের ফেসবুক ওয়ালটি সাজাতে পারবেন। এমনকী সাদা-কালো অক্ষরের বদলে ওই লেখাটিকে রঙিনও করা যাবে। লেখা থেকে শুরু করে ভিডিও, ছবি, লিঙ্ক সবকিছুতেই করা যাবে এই রং পরিবর্তন।
বর্তমানে সব থেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ভার্চুয়াল এবং রিয়ালিটিকে একপ্রকার মিলিয়ে দিয়েছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। আসলে বিভিন্ন রঙের বিভিন্ন মানে রয়েছে। তাই শুধুমাত্র নীল-সাদা নয়, সমস্ত কিছু রঙিন করা গেলে মানুষ আরও ভাল করে আবেগের বহিঃপ্রকাশ করতে পারবে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই এসে যাবে এই ফিচার।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম