ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ 'জার্ভিস' নামে একটি রোবর্ট তৈরি করছেন। এই রোবর্ট নাস্তা তৈরি থেকে শুরু করে পরিবারের সদস্য, বন্ধুবান্ধবদের জন্য দরজা খুলে দেয়া, আপ্যায়ন করা, বাচ্চাদের বিনোদিত করাসহ অনেক কাজে দক্ষ হবে।জাকারবার্গের এই রোবর্টে কণ্ঠ দেবেন জনপ্রিয় হলিউড তারকা মরগান ফ্রিম্যান।
আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে। এ বিষয়ে রাজি করাতে মরগানকে ফোন করেন জাকারবার্গ। সঙ্গে সঙ্গে 'হ্যাঁ' করে দিয়েছেন অস্কারজয়ী এ অভিনেতা।
রোবর্টে বেনেডিক্ট কাম্বারব্যাচ, আর্নোল্ড শোয়ার্জনেগার, নেইল ডিগ্রাস টাইসন এবং রবার্ট ডাউনি জুনিয়রের মতো তারকাদের কণ্ঠ নেয়ার জন্য অনুরোধ এসেছিল। কিন্তু জাকারবার্গ মরগানকে বেছে নেন। রোবর্টের প্রাথমিক কিছু কমান্ডে কণ্ঠ রেকর্ড করবেন মরগ্যান। তবে তিনি এ কাজের জন্য কী পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা