চিকুনগুনিয়া হল মশাবাহিত একটি ভাইরাস। এই ভাইরাস একবার সংক্রামিত হলে জ্বর আসার পাশাপাশি শরীরের গাঁটে গাঁটে ব্যথা অনুভূত হয়। মাথায় ব্যথা, পেশিতে ব্যথার মতো লক্ষ্ণণও দেখা যায়। সাধারণত আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহের মধ্যে সেরে উঠলেও, গাঁটে ব্যথা দীর্ঘদিন ধরে থেকে যায়। চিকুনগুনিয়ায় মৃত্যু বিরল হলেও অস্বাভাবিক নয়। ফলে চিকুনগুনিয়াকে হেলাফেলার কোন উপায় নেই।
মার্কিন গবেষকরা পোকাবাহিত বিশেষ ধরণের এক ভাইরাস থেকে চিকুনগুনিয়ার প্রতিষেধক তৈরি করে ফেললেন। বিজ্ঞানীদের দাবি, মানুষের শরীরে এই ভাইরাসের কোনও ক্ষতিকারক প্রভাব নেই। ফলে তাদের আবিষ্কৃত চিকুনগুনিয়া ভ্যাকসিন নিরাপদই শুধু নয়, সেই সঙ্গে অত্যন্ত কার্যকরীও।
ইঁদুরের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে, চিকুনগুনিয়ার নতুন এই ভ্যাকসিন শরীরে প্রবেশমাত্র দ্রুত শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে। চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত ইঁদুরকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। এই গবেষণার বিশদ সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল অফ নেচার মেডিসিনে।
টেক্সাস মেডিক্যাল ইউনিভার্সিটির এই গবেষকদলের অন্যতম সদস্য স্কট উইয়েভারের দাবি, তাদের আবিষ্কৃত ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষাই শুধু দেয় না। দামের দিক থেকেও সাধারণের ক্রয়যোগ্য।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৮