অনেক সময় তরুণ-তরুণীরা ফেসবুক মেসেঞ্জারে গল্প করতে করতে এক সময় দেখা গেল, অপর পক্ষ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সে আপনাকে অপেক্ষা করতে বলে, কোথায় যে হাওয়া হয়ে গেল! আধঘণ্টা কেটে গেলেও তার দেখা নেই। এই অপেক্ষা করতে করতে বোর লাগাটা স্বাভাবিক। কখনো কখনো আবার গল্পের মুড নিয়ে লগ ইন করে দেখা যায় যে, সেই মুহূর্তে আপনার বন্ধুরা সব মহাব্যস্ত। তখন কারো গল্প করার সময় নেই! তখন হয়তো আপনার মনে খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক।
আপনার এই কষ্ট দূর করতে সম্প্রতি ফেসবুক প্রোডাক্ট ম্যানেজার আলিসা জু একটি ব্লগ পোস্টে জানিয়েছেন যে, ফেসবুক মেসেঞ্জারে লঞ্চ করা হচ্ছে নতুন ফিচার ইনস্ট্যান্ট গেমস। এই ফিচারের বৈশিষ্ট্য হল গেম খেলার জন্য নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না ফোনে। মেসেঞ্জারে এসেই ঝটপট একহাত গেম খেলে নিতে পারবেন ইউজাররা। মোট ৩০টি দেশে একসঙ্গে লঞ্চ হতে চলেছে এই ফিচার। ‘প্যাক-ম্যান’, ‘স্পেস ইনভেডার্স’, ‘ওয়র্ডস উইথ ফ্রেন্ডস’, ‘শাফল ক্যাটস মিনি’-এসবই খেলা যাবে মেসেঞ্জারে।খেলার সাথে শেয়ার করা যাবে স্কোর আর অন্যদেরও ইনভাইট করা যাবে গেমে।
বিডি প্রতিদিন/এ মজুমদার