শিগগিরই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চালকবিহীন রোবট ফুড গ্রোসারিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ডেলিভারী দিতে শুরু করবে। ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসির বিভিন্ন বাড়ি ও অ্যাপার্টমেন্টে চালকবিহীন এই 'স্মার্ট ফ্রেন্ডলি রোবট' দিয়ে সফলতার সাথে পরীক্ষামূলকভাবে ডেলিভারি দেয়া সম্পন্ন হয়েছে। এর আগে আকাশ থেকে ড্রোন দিয়ে ডেলিভারি দেয়ার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ড্রোনমুক্ত জোন হওয়ায় টেকনলজি সংস্থা স্টারশিপ টেকনোলজি রাস্তায় চালিত রোবট দিয়ে ডেলিভারি দেয়ার সকল আয়োজন সম্পন্ন করেছে। মানুষের হাঁটার গতিসম্পন্ন 'স্মার্ট ফ্রেন্ডলি রোবট' প্রতি ঘণ্টায় প্রায় ৪ মাইল যেতে পারে। ছয়টি চাকা এবং নয়টি ক্যামেরায় সজ্জিত এই রোবটটি প্রায় ২০ ইঞ্চি লম্বা এবং ১৬ ইঞ্চি উচ্চতা সম্পন্ন এবং এটি ২০ থেকে ৫০ পাউন্ড ওজনের দ্রব্যাদি বহন করতে সক্ষম।
রোবটের মাধ্যমে ডেলিভারি অর্ডার পাবার সাথে সাথেই জিপিএস পদ্ধতিতে গ্রাহকের ঠিকানা এবং একটি কোড ডেলিভারি রোবটের মধ্যে পাঠানো হবে এবং একই কোড গ্রাহকের মোবাইল ফোনে পাঠানো হবে। রোবটটি ডেলিভারি পণ্য নিয়ে রওয়ানা হতেই গ্রাহক তা সাথে সাথেই জানতে পারবে। রোবটটি গ্রাহকের ঠিকানায় পৌঁছালে শুধুমাত্র গ্রাহক তার নির্দিষ্ট কোডের মাধ্যমে রোবটটির ঢাকনা খুলে তার পণ্য সংগ্রহ করতে পারবেন। স্টারশিপ টেকনোলজি জানিয়েছে কোড ছাড়া কোনভাবেই রোবটের ঢাকনা খোলা বা পণ্য নেয়া যাবে না। এছাড়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে গ্রাহকের ঠিকানা স্ক্যান করতে পারবে এবং সবকিছু ভিডিও পদ্ধতিতে রেকর্ড করবে। প্রয়োজনে এই স্মার্ট রোবটটি গ্রাহক বা পথচারীর সাথে কথা বলতেও সক্ষম।
ওয়াশিংটন ডিসি কাউন্সিল গত ২২ জুন এর পার্সোনাল ডেলিভারি ডিভাইস অ্যাক্ট ২০১৬ পাস করে এবং স্টারশিপ টেকনোলজিকে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এর পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার এখন আশা করা যাচ্ছে এই ফল সিজনেই ওয়াশিংটন ডিসিতে পণ্য দ্রব্যাদি বাণিজ্যিকভাবে ডেলিভারি দিতে শুরু করবে 'স্মার্ট ফ্রেন্ডলি রোবট'।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ