নিজের অজান্তেই যে কোনো মুহূর্তে ব্যক্তির ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে! তাও আবার পাকিস্তানের বিভিন্ন এজেন্সির কাছে সেই তথ্য পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছে ভারত সরকার। আর এই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্যে মূলত মোবাইলের চারটি অ্যাপকে দায়ী করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আর সেই কারণে অবিলম্বে এই বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অ্যাপগুলো মোবাইলে থাকলে তা অবিলম্বে ডিলিট করে দেওয়া উচিত। না হলে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনিও!
যে চারটি অ্যাপ নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে সেগুলো হল- Top Gun (গেমিং অ্যাপ), Mpjunkie (মিউজিক অ্যাপ), BDjunkie (ভিডিও অ্যাপ), Talking Frog (এন্টারটেইন্টমেন্ট অ্যাপ)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সতর্কতা অনুযায়ী, গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে এই অ্যাপগুলোর মাধ্যমে ম্যালওয়ার ব্যবহার করে ভারতীয়দের স্মার্টফোন থেকে বিভিন্ন তথ্য হাতিয়ে নিচ্ছে পাক এজেন্সিগুলো। যারা নিজেদের স্মার্টফোন থেকে মোবাইল ব্যাংকিং করেন, পাসওয়ার্ড-সহ তাদের গোপন তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে দেওয়ার আশঙ্কাও থাকছে।
বিডি প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম