সোমবার শাওমি চীনের মিজিয়া ক্রাউডফান্ডিং প্লাটফর্মে নিজেদের মি ইলেকট্রিক নামে একটি স্কুটার উন্মুক্ত করেছে। ভাঁজ করা যায় এমন ডিজাইনের অনন্য স্কুটারটি সাদা এবং কালো রঙে চীনা বাজারে আসবে বলে জানা গেছে। স্কুটারটি ১৫ ডিসেম্বর থেকে চীনের বাজারে পাওয়া যাবে। মি ইলেকট্রিক স্কুটারটি ২৯০ মার্কিন ডলারে বিক্রি হবে।
শাওমির এই স্কুটারটি তৈরি করা হয়েছে বিমান গ্রেডের অ্যালুমিনিয়াম দিয়ে। স্কুটারটির ওজন ১২.৫ কেজি। ইলেক্ট্রিক স্কুটারটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার চলে। এতে এলজি ১৮৫০ ইভি-লিথিয়াম আয়ন সেলসহ ২৮০ ওয়াট আওয়ার সামর্থ্যের ব্যাটারী আছে। এটি সর্বোচ্চ ৫০০ ওয়াট পর্যন্ত ক্ষণকালীন ক্ষমতা প্রদানে সক্ষম।
মজার বিষয় হলো মি ইলেক্ট্রিক স্কুটারটি একটি মাত্র বাটন চাপ দিয়েই ভাঁজ করা যায়। শাওমি জানিয়েছে, মাত্র তিন সেকেন্ডে এই স্কুটারটি ভাঁজ করা যাবে। সেক্ষেত্রে খুব সহজেই স্কুটারটি বহন করা যাবে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৭