জার্মানিতে ২০৩০ সালের পর থেকে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি করা যাবে না। কারণ, তেল চালিত সব ধরনের যানবাহন নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি।
জীবাশ্ম জ্বালানি চালিত গাড়িতে চড়া কর আরোপের প্রস্তাব গ্রহণ করেছে দেশটি। জার্মানির ১৬টি প্রদেশের আইনসভায় একযোগে এই প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, দূষণ রোধে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ২০৩০ সাল থেকে জার্মানিতে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হবে। ওই সময়ের পর কেবল বিদ্যুৎচালিত গাড়ি বিক্রি করা যাবে। নিজেরা এই উদ্যোগ গ্রহণের পর ইউরোপের সব দেশকে একই উদ্যোগ গ্রহনের প্রস্তাব দিয়েছে জার্মানি। এজন্য ইউরোপিয় ইউনিয়নকেও একই রকম প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছে তারা।
তবে বিশেষজ্ঞদের মতে, ইউরোপের দেশগুলোর ভেতরে সব থেকে বড় অর্থনীতি প্রধান দেশ জার্মানি। তার ওপর তারা গাড়ির প্রযুক্তিতে ঐতিহাসিকভাবে অগ্রসর। এই পরিস্থিতিতে তাদের পক্ষে ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলা কঠিন নয়। কিন্তু ইউরোপের সব দেশের সেই প্রযুক্তি নেই। আর উন্নয়নশীল দেশের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-৮