ওয়াইফাই আওতায় থাকা মানে দুরন্ত গতিতে ছুটবে ফেসবুক, হোয়াটস অ্যাপ। কিন্তু অনেক সময়েই দেখা যায় চাহিদা মতো স্পিড পাওয়া যাচ্ছে না ওয়াইফাই থাকা সত্বেও। জেনে নিন, কী কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
১। আপনার বাড়িতে ওয়াইফাই রাওটার রাখার জায়গাটা বদল করে দেখুন। ভিন্ন ভিন্ন জায়গায় রেখেও স্পিড বেশি পাওয়া যায়।
২। মেটাল বা কংক্রিটের দেওয়াল ওয়াইফাই ওয়েভকে বাধা দেয়। রাওটার এমন জায়গায় রাখুন যাতে ওয়েভ বাধাপ্রাপ্ত না হয়।
৩। অনেক সময়ে দেখবেন কম্পিউটার বা মোবাইলে ওয়াইফাই সিগন্যাল খুব দুর্বল। এক্ষেত্রে ওয়াইফাই রাওটার যতটা কাছাকাছি সম্ভব রাখার চেষ্টা করুন।
৪। ওয়াইফাই রাওটারের কাছাকাছি মাইক্রোওয়েভ থাকলে সিগন্যাল খুব দুর্বল হয়। ওয়েভ বাধাপ্রাপ্ত হয়।
৫। বাড়িতে এলইডি টুনি বাল্বের আলো জ্বলা-নেভা করলেও ওয়াইফাই ঠিক মতো কাজ করতে পারে না।
৬। একই আবাসনে যদি একাধিক রাওটার থাকে তবে ওয়াইফাই ঠিক মতো কাজ করতে পারে না।