চীনা কোম্পানির ফোন ব্যবহার করেন আপনি? তবে সতর্ক হোন আগেভাগেই। জানা গেছে, চীনা ফোনে রাখা যাবতীয় ব্যক্তিগত তথ্য নাকি চীনা সার্ভারে পৌঁছে যায় সোজাসুজি। সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ক্রিপটোওয়ারের তরফ থেকে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। তবে অনেকে এটিকে দুই দেশের মধ্যে স্নায়ু যুদ্ধের অংশ হিসেবে অপপ্রচার বলেও মন্তব্য করেছেন।
সংস্থার এক সমীক্ষায় জানা গেছে, সে দেশে ব্যবহৃত BLU সংস্থার ফোনের যাবতীয় ব্যক্তিগত তথ্য সরাসরি চীনের সার্ভারে পৌঁছে যায়। জানা গেছে, ক্রিপটোওয়ার সংস্থার ভাইস প্রেসিডেন্ট টম কেরিগিয়ানিস সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, এই চীনা ফোনগুলিতে প্রিইনস্টলড একটি কোড রয়েছে। এই কোড মারফত ফোনের মালিকের অজান্তেই তার ব্যক্তিগত তথ্য পৌঁছে যাচ্ছে চীনা সার্ভারগুলিতে।
জানা গেছে, কেবল মার্কিন মুলুকেই নয়, চীনা এই ফোনগুলি বাংলাদেশ, ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশেও বিক্রি হয় দেদারসে। ভারতের বাজারে ইতিমধ্যে চীনা ফোন ভালই ব্যবসা শুরু করেছে। বাংলাদেশের বাজারও ছেয়ে গেছে চীনা ফোনে। এই অবস্থায় দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সকলের অজান্তেই চীনা সার্ভারে চলে যাচ্ছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছে।
মার্কিন সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমস চীনা ফোন সংস্থা BLU-এর কাছে গোটা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে, তাদের পক্ষ থেকে জানানো হয় তাদের প্রস্তুত করা এক লক্ষ ফোনে এই বিশেষ ডিভাইস রয়েছে। যে সংস্থার কাছ থেকে তারা এই ডিভাইসটি কিনেছিল, সেই সংস্থার নাম সাংহাই অ্যাডুপস টেকনোলজি। বিশেষ ডিভাইসটি Lenovo, Xiaomi, LeEco –এর ফোনে রয়েছে বলেও সূত্রের খবর। সূত্র: সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ