একবার ভেবে দেখুন তো আপনার কেমন লাগবে যখন আপনার খাবার প্লেটে থাকা মাছটি হঠাৎ আপনার কাছে আবদার করে বলে উঠবে, ‘আমাকে নদীতে নাও’? মনে করছেন আবলতাবোল কথা বলছি। এমন ব্যাপার কখনও হয় নাকি। কিন্তু এখন থেকে এমনটাই হবে।
সম্প্রতি একটি গায়ক রোবট মাছ বানানো হয়েছে। যেটা চালু করার পর মাছের মতো লেজ নাড়ে এবং মুখ তুলে বলে ওঠে,‘আমাকে নদীতে নাও’।
ডেভেলপার ব্রায়ান কেইনের বানানো এই রোবট মাছটি দেখতে একেবারে আসল মাছের মতো। ‘বিগ মাউথ বিলি ব্যাস’ নামের এই রোবট মাছটি লেজ নাড়ে এবং মুখ নেড়ে শব্দগুলো উচ্চারণ করে। রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইনের শিক্ষক ব্রায়ান কেইন বলেন, তিনি ‘আর্দুইনো’ নামে একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মাছটি তৈরি করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-৮