প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড ও ডেল বাংলাদেশের আয়োজনে গত বুধবার রাতে ধানমন্ডির একটি স্বনামধন্য হোটেলে অনুষ্ঠিত হয়েছে 'ডেল পার্টনার মিট' অনুষ্ঠান। অন্যতম প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ডেলের বিশেষ কিছু প্রোডাক্ট বাংলাদেশের বাজারে পরিচিত করে দেয়ার উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডেল বাংলাদেশ ও গ্লোবাল ব্র্যান্ডের উর্ধ্বতনরা সহ ঢাকা শহরের খ্যাতনামা পার্টনাররা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতে গ্লোবাল ব্র্যান্ডের ডেল পণ্যের বিজনেস প্রধান একেএম দিদারুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ডেল ইন্সপায়রন, ভস্ত্রো এবং ল্যাটিটিউড সিরিজের বেশ কয়েকটি নতুন মডেল সম্পর্কে বর্ণনা দেন।
ইন্সপায়রন সিরিজের মধ্যে রয়েছে ইন্সপায়রন এন৫৮৫৯, এন৫৫৫৯ এবং এন৭৫৫৯। যেগুলোর মূল্য ৩৫ হাজার ৮২০ থেকে শুরু করে ৭৫ হাজার ৫৩০ টাকা। ভস্ত্রোতে রয়েছে ভস্ত্রো ৩৪৫৯, ৩৪৬৮, ৩৫৬৮, ৫৪৬৮। লেটিটিউডে আছে ৩৪৭০, ৫৪৭০ ও ৭৪৭০ মডেল। মডেলভেদে এগুলোর দাম ৪০ হাজার থেকে ১ লাখের উপরে। ডিভাইসগুলোতে ২ থেকে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে বলে জানানো হয়।
প্রেজেন্টেশন শেষে গ্লোবাল ব্র্যান্ডের এমডি রফিকুল আনোয়ার বলেন, ২০ বছর বয়স আমাদের এই প্রতিষ্ঠানের। আমরা বিশ্বেও ৫২টি আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে কাজ করছি। তবে ডেল নিয়ে কাজ করছি ৮ বছর। এখানে সব ধরনের সলিউশন পেয়ে থাকেন গ্রাহকগণ, এতে তারা সন্তুষ্ট। এজন্য আমরা ডেল বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন, ডেল নিয়ে কিছু বলার নেই। এটি এমন এক প্রোডাক্ট যা গ্রাহকদেরই পছন্দ। ডেলের কান্ট্রি ম্যানেজারের মতের সাথে মত মিলিয়ে তিনিও বলেন, এই শিল্প প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তাছাড়া গ্রাহকরা এখন কম দামে ভাল মানের পণ্য চান। সে অনুযায়ী ভ্যালু অ্যাড করার জন্য বিশ্বের নাম করা প্রতিষ্ঠানগুলো অধিগ্রহণ করেছে। যাতে গ্রাহকদের ক্রয়সীমার মধ্যে উন্নতমানের সেবা দেযা যায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডেল প্রোডাক্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে অতিথিরা পুরস্কার জিতে নেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ