সফটওয়্যার ক্রাউডট্যাংগল কিনে নিল ফেসবুক। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন পোস্টটি বেশি জনপ্রিয় হচ্ছে তা বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয় এই সফটওয়্যার। গতকাল শুক্রবার ফেসবুক ক্রাউডট্যাংগলকে কেনার এ ঘোষণা দিয়েছে। তবে ক্রাউডট্যাংগল তাদের ওয়েবসাইটে বার্তার মাধ্যমে ফেসবুকের অধীনে যাওয়ার খবর জানালেও আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ করেনি।
ফেসবুকের একজন মুখপাত্র ই–মেইল বার্তায় বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিশ্বজুড়ে প্রকাশকেরা ক্রাউডট্যাংগল ব্যবহার করে বিভিন্ন কনটেন্টের জনপ্রিয়তার পাশাপাশি এর পারফরম্যান্স ও প্রভাব শনাক্ত করেন। ক্রাউডট্যাংগলের সঙ্গে কাজ করে প্রকাশকদের আরও বেশি বিশ্লেষণী তথ্য দিতে পারব বলে আমরা রোমাঞ্চিত।’
ক্রাউডট্যাংগলের ভাষ্য, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করতে এ সফটওয়্যার কাজে লাগে। বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যম, টিভি, ডিজিটাল মিডিয়া, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠান এর গ্রাহক।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫