সেলফি এমন একটি জিনিস যা এখন ছোট বড় মোটামুটি সকলের খুব প্রিয় একটি শব্দ। স্মার্টফোনের সামনের ক্যামেরা ডেভলপ হওয়ার পর থেকেই সেলফি শব্দটি মূলধারায় চলে এসেছে। স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা কাস্টোমার ধরতে সামনের ক্যামেরা আরও উন্নত করছে। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার সংস্থা মাইক্রোসফট স্মার্টফোনে সেলফিগুলোর কোয়ালিটি আরও উন্নত করতে রোবটিক ইউজ ব্যবহার শুরু করেছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজারদের জন্য একটি সেলফি অ্যাপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট।
অ্যাপলের আইওএসে বছর খানেক আগে মাইক্রোসফট সেলফি অ্যাপটি এলেও গুগল প্লে স্টোরে সম্প্রতি এ অ্যাপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোন ইউজাররা সেলফির কোয়ালিটি উন্নত করতে পারবে। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক্রোসফটের কম্পিউটার ভিশন টেকনোলজির সাহায্যে মাইক্রোসফট সেলফি বয়স, লিঙ্গ, গায়ের রং, লাইটিংয়ের মতো নানা বিষয় বিবেচনা করে নিতে পারে। কয়েক সেকেন্ডেই গড়পড়তা মানের ছবিকে চকচকে, নেচারাল ছবিতে রূপান্তর করা যাবে। অ্যাপটি এক্সপোজার, কালার ব্যালান্স, লাইটিং সামঞ্জস্য করে সেলফিকে নিখুঁত করতে পারে। এ ছাড়া কালার থিম পছন্দ করার সুবিধাও আছে এতে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল