ভাইরাস বিশ্বের প্রযুক্তি ব্যবহারকারীদের সবচেয়ে বড় ভয়ের কারণ। এখন শুধু কম্পিউটারেই নয়, মোবাইল, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি নানা রকমের গ্যাজেটই আক্রান্ত হতে পারে ভাইরাসের দ্বারা। যদিও এই ভাইরাসকে বাগে আনার জন্য নানান রকমের অ্যান্টিভাইরাসও রয়েছে বাজারে। তারপরও সব ব্যবহারকারীর জন্য ভাইরাস শব্দটি ভয়ের সমার্থক।
বিআরএআইএন হল কম্পিউটার ভাইরাসের প্রথম 'ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড' নাম। এই ব্রেইন নামক ভাইরাসটি তৈরি হয়েছিল ১৯৮৬ সালের জানুয়ারি মাসে। আর এটি তৈরি করেছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহরের দুই ভাই- বাসিত ফারুক আলভি এবং আমজাদ ফারুক আলভি। 'এমএস-ডস' এর জন্য তৈরি করা হয় এই ভাইরাস। এটা মূলত, কম্পিউটারের স্টোরেজ মিডিয়ার 'বুট সেক্টর'কে আক্রমণ করে থাকে।
বিডি প্রতিদিন/ ৮ নভেম্বর, ২০১৬/ ফারজানা