প্রতিদিনই বদলাচ্ছে বিশ্ব। নিত্যনতুন আবিস্কারে ভাসছে সারা দুনিয়া। আর কতটা সহজভাবে চলা যায়, সেজন্যেও চলছে পরীক্ষানিরিক্ষা। কিন্তু এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেলফ ড্রাইভিং কার।
নতুন প্রজন্মের কাছে সেলফ ড্রাইভিং কার ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আর সে কারণে আরও কীভাবে উন্নত করা যায় এই ধরণের গাড়িগুলিকে, তা নিয়ে প্রত্যেকদিনই পরীক্ষা চালিয়ে যাচ্ছেন ভলভো, মার্সিডিসের মতো গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি।
ইতিমধ্যে নেক্সট জেনারেশন সেই গাড়িগুলিকে নিয়ে প্রত্যেকদিন পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। কীভাবে ডিজাইন এবং প্রযুক্তিগতভাবে গাড়িগুলিকে আরও আধুনিক করে তোলা যায়, সেজন্যে চলছে পরীক্ষা।
এক নজরে দেখে নিন বিশ্বের সেরা পাঁচটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার সেলফ ড্রাইভিং গাড়ির নমুনা।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন