আইফোনের পর এবার অ্যানড্রয়েড ইউজারদের জন্য নিয়ে আসা হল লাইফস্টেজ অ্যাপ। ফেসবুকের এই অ্যাপটি নিয়ে আসা হয়েছে শুধুমাত্র টিনএজারদের জন্য।
মূলত এই অ্যাপটি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে তারা নিজেদের সম্পর্কে বিভিন্ন জীবনমূলক প্রশ্নের উত্তর দিয়ে নিজের একটা প্রোফাইল তৈরি করতে পারবে এবং সেই প্রোফাইল স্কুল নেটওয়ার্কে দেখা যাবে।
ফেসবুকের নতুন এই অ্যাপ প্রসঙ্গে জানা গেছে, এই অ্যাপে নিজের প্রোফাইল বানানোর জন্য কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রোফাইল সবসময় আপগ্রেড করতে হবে। তা নাহলে ছাত্র বা ছাত্রীর নামের পাশে একটি পপ ইমোজি দেখা যাবে।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-০২