আজকাল স্মার্টফোনে নানারকম অ্যাপ নিয়ে ব্যস্ত থাকে প্রযুক্তিপ্রেমীরা। কিন্তু ডেস্কটপে অ্যাপের এখনও শোনা যায়নি। সম্প্রতি গুজব ছড়িয়েছে ম্যাক-এর জন্য নিজেদের মেসেঞ্জার অ্যাপের সংস্করণ তৈরি করতে চলেছে ফেসবুক।
তবে এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দেয়াও ঠিক না। কারণ একটি সূত্র থেকে জানা গেছে, ম্যাক-এর জন্য তৈরি করা ফেসবুক মেসেঞ্জার অ্যাপের ছবি নাকি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এ ছাড়াও ফেসবুক সবসময়ই নিজেদের মেসেঞ্জার অ্যাপটিকে ভিন্নধর্মী প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে চেয়েছে। এই মেসেঞ্জারকে ফেসবুক নির্ভরশীল করার বদলে অ্যাপটিতে এমন সব ফিচার যোগ করা হয়েছে, যাতে করে এর জন্য ফেসবুক আইডি বাদে অন্য তেমন আর কোনো কিছুর প্রয়োজন না পড়ে।
সবমিলিয়ে একে একদিকে যেমন গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনি ফেসবুকের তরফ থেকে কিছু না বলায় বিষয়টিকে সত্যি বলেও ধরা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা