স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ঘড়ি এবং স্মার্ট রিং নিয়ে তো কতই মাতামাতি হচ্ছে বিশ্বজুড়ে। এবার এই তালিকায় যুক্ত হচ্ছে নতুন একটি নাম, স্মার্ট স্যুটকেস। এই নতুন গেজেটটির বিশেষত্ব হলো এটা ট্রাভেল ব্যাগের মত বহন করতে হবে না। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে ডিভাইসটি আটোমেটিক মালিককে অনুসরণ করবে।
জানা গেছে, 'এনইউএ' রোবটিকস নামের একটি সংস্থা এই স্মার্ট স্যুটকেস তৈরি করছে। যদিও ডিভাইসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, আগামী এক বছরের মধ্যে স্মার্ট স্যুটকেস বাজারে পাওয়া যাবে।
এনইউএ রোবটিকসের অ্যালেক্স লিবম্যান জানিয়েছেন, যে কোনো পণ্যই হতে পারে স্মার্ট এবং রোবটিক। দৈনন্দিন জীবনের স্মার্ট ও রোবটিক জিনিস আনার চিন্তা থেকে এই স্মার্ট স্যুটকেস তৈরির কথা মাথায় আসে। এই স্মার্ট স্যুটকেস মালিককে অনুসরণ করার জন্য ক্যামেরা সেন্সর ও ব্লুটুথ রয়েছে। এই ব্লুটুথ স্মার্টফোনের ব্লুটুথের সাহায্য নিয়ে নির্দিষ্ট অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হলে তা মালিকের অবস্থান বুঝে তাকে অনুসরণ করবে।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৬/ রশিদা