বাংলায় দেওয়া কোন আপত্তিকর মন্তব্য মুছে দেবে ফেসবুক। এজন্য তারা একজন অনুবাদকও নিয়োগ দিয়েছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে গত ৮ জানুয়ারি ইমেইলের মাধ্যমে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছরের ৬ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় সরকারের। ওই সময় আলোচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আমন্ত্রণে ফেসবুকের দুই কর্মকর্তা বাংলাদেশে আসেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের সঙ্গে বৈঠককালে ফেসবুক কর্তৃপক্ষকে বাংলায় আপত্তিকর বিষয় মুছে ফেলার আহ্বান জানিয়েছিলাম। ফেসবুক কর্তৃপক্ষ বাংলা ভাষা না জানায় তারা তা করতে পারত না। এখন তারা একজন অনুবাদক রেখেছেন। এর মাধ্যমে বাংলায় নারীর প্রতি মানহানিকর বা যেকোনো ধরনের আপত্তিকর কনটেন্ট তারা উঠিয়ে নেবেন।
এদিকে আগামী ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুকের সঙ্গে আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় সে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারানা হালিমের।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ