অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে পাল্লা দিয়ে এবার ১৮ ক্যারেট স্বর্ণের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে তাইওয়ানের এইচটিসি। মডেল এইচটিসি গোল্ড ওয়ান ( HTC Gold 1) নামে ফোনটি বাজারে আনছে কোম্পানিটি। এটিই তাদের সবচেয়ে দামী ফোন হবে বলে বলা হয়েছে।
জানা গেছে, একটি মিউজিক অ্যাওয়ার্ড শোয়ের জন্য স্বর্ণ দিয়ে এই মোবাইলট তৈরি করা হচ্ছে। ৪.৭ ইঞ্চি ডিসপ্লের ফোনটির রেজুলিউশান ১০৮০×১৯৫০ পিক্সেলের। ফোনটির ক্যামেরার পিক্সেল পার ডেনসিটি ৪৬৯ পিক্সেল।
কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৬০০ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম। এছাড়া থাকছে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৬/শরীফ