রাজধানীতে চলছে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬। শুক্রবার মেলার দ্বিতীয় দিনেও দর্শক উপস্থিতি, কেনাবেচা, ছাড় ও উপহারের ছড়াছড়িতে জমজমাট হয়ে উঠেছে এই মেলা।
দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে চলছে তিন দিনের এই স্মার্টফোন ও ট্যাব মেলা। চলবে শনিবার পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে পঞ্চমবারের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারসহ মেলায় এসেছেন। অনেক শিশু দর্শনার্থীদেরও দেখা গেছে। শীতের প্রকোপ দমাতে পারেনি দর্শনার্থীদের। সকাল ১০ টায় মেলা শুরু হওয়া মাত্রই দীর্ঘ লাইন প্রবেশ করতে দেখা যায় তাদের।
স্মার্টফোন অ্যান্ড ট্যাব মেলায় কিস্তিতে আইফোন ৬এস ও ৬এস প্লাস দিচ্ছে মেলার টাইটেল স্পন্সর গ্রামীণফোন। তাদের স্টার গ্রাহকদের মাসিক ২ হাজার ৫৬৩ টাকা এবং সাধারণ গ্রাহকদের ৫ হাজার ১২৫ টাকা কিস্তিতে আইফোন কেনার সুযোগ দিচ্ছে। বিশেষ এই অফারে গ্রাহকরা অ্যাপলের এক বছর মেয়াদি ওয়ারেন্টি এবং হেভি ডিউটি ননস্টপ ইন্টারনেট প্যাকেজে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন। ৩০ দিন মেয়াদি এই প্যাকেজ পরবর্তী দুই মাসে মোট ৮ বার কেনা যাবে। সাথে রয়েছে বিনামূল্যে ০১৭১১ সিরিজের একটি মোবাইল সংযোগ। আরও অফারে গ্রাহকরা ১৫ দিন মেয়াদি ১ জিবি ডাটা পাবেন ১৫০ টাকায় এবং ৭ দিন মেয়াদি ৩০০ মেগাবাইট পাবেন ৪৫ টাকায়। এছাড়াও মেলায় ইনটেক্স এর আইরিস্ট স্মার্টওয়াচ উম্মোচন করেছে গ্রামীণফোন। ১০ জানুয়ারি থেকে এটি বিক্রি শুরু হবে। গ্রামীণফোনের ওয়াওবক্স ব্যবহারকারীরা তাদের ফোনের অ্যাপটি দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন