কম্পিউটারেই এখন পর্যন্ত গড়পরতায় এক থেকে দুই জিবি র্যাম ব্যবহৃত হয়। যারা বেশি ভারী কাজ করেন তাদেরকে চার জিবি র্যাম লাগাতে দেখা যায়। কিন্তু এবার নাকি মোবাইলেই যোগ হচ্ছে ছয় জিবি র্যাম। হুয়াওয়ের পি৯ মডেলের আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিয়ে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, এ বছরের মার্চে বাজারে আসতে পারে হুয়াওয়ের পি৯ মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। এছাড়া স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা, ৫.২ ইঞ্চি ডিসপ্লে, কিরিন ৯৫০ চিপসেট ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে বলে গুঞ্জন ছড়িয়েছে।
তথ্যসূত্র: জিএসএম অ্যারেনা
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ