সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বৃহস্পতিবার থেকে নতুন 'প্রাইভেসি চেক আপ' শুরু হল। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেন কোনও অপরাধমূলক কাজে ব্যবহৃত না হয় তার জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ফেসবুক। ধাপে ধাপে সমস্ত ফেসবুক ব্যবহারকারীদের এই 'প্রাইভেসি চেক আপ' ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে।
এখন থেকে ফেসবুকে লগ ইন করার সময় একটি করে নীল রঙের ডাইনোসর স্ক্রিনে চলে আসবে। ফেসবুক ইউজারদের 'গাইড' করবে এই ডাইনোসর। ব্যবহারকারীদের শিখিয়ে দেবে কীভাবে নিজের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখতে হবে অচেনাদের হাত থেকে। বিশ্বজুড়ে বহু ইউজারের কাছ থেকে তথ্যের গোপনীয়তা সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর গত জুন মাসে নয়া 'প্রাইভেসি চেক আপ' সিস্টেমের ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
মোবাইল বা কম্পিউটারের পর্দার ডাইনোসরটি পর্যায়ক্রমে ব্যবহারকারীদের 'প্রাইভেসি সেটিংস' অপশনে নিয়ে গিয়ে ব্যক্তিগত তথ্য গোপন রাখার পদ্ধতি শেখাবে। কোনও অজানা অ্যাপস, যার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য বেহাত হতে পারে সেখানে ক্লিক করতে বারণ করবে। পাশাপাশি একটি নতুন 'প্রাইভেসি শর্টকাট' অপশনও ফেসবুকের হোমপেজে চলে আসবে।