আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য ’বাংলাদেশ ডেনিম এক্সপো’র ওয়েবসাইট http://www.bangladeshdenimexpo.com উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ডেনিম পণ্য জনপ্রিয় করতে ‘ডেনিম এক্সপো’ আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনে ১০টি দেশের ডেনিম শিল্প সংশিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এবারের প্রদর্শণীর ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে আয়োজনের প্রধান উদ্যোক্তা ডেনিম এক্সপার্ট বাংলাদেশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন এসব তথ্য তুলে ধরেন।
এবারের এক্সপোতে বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইতালি, চীন, ইন্ডিয়া, পাকিস্তান ও তাইওয়ানের প্রতিষ্ঠান তাদের পণ্য সমূহ প্রর্দশন করবে। আয়োজনের সাজসজ্জায় থাকবে পরিবেশ বান্ধব উপকরণ।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনকে (বিটিএমএ) উদ্ধৃত করে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অন্যতম সম্ভাবনাময় ডেনিম শিল্পে এ পর্যন্ত ৯০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। বিদেশের বাজারে ডেনিম রপ্তানির সম্ভাবনাও দিনে দিনে বাড়ছে।
ডেনিম শিল্পের জন্য বাংলাদেশকে ”ওয়ান স্টপ ইনোভেটিভ ডেনিম সোর্সিং প্ল্যাটফর্ম" তৈরি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি বছরের 'ডেনিম এক্সপো' রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে।