অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬ আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসছে। নতুন এ হ্যান্ডসেটে অ্যাপল নতুন কী প্রযুক্তি আনছে তা সবার আগে জানতে এরইমধ্যে ‘প্রতিযোগিতায়’ নেমে পড়েছেন প্রযুক্তিপ্রেমীরা।
এরই অংশ হিসেবে নিউইর্য়কের ফিফথ অ্যাভিনিউয়ের একটি বিক্রয় কেন্দ্রের সামনে ক্রেতাদের অপেক্ষা করতে দেখা গেছে। প্রযুক্তি বিনিয়োগকারী ডেন বেনটনের টুইট করা এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ছবিতে দেখা যায়, আইফোন-৬’র জন্য অপেক্ষা করার প্রত্যয়ে রাতযাপনের জন্য ওই স্টোরের সামনে চেয়ারের ওপর শুয়ে পড়েছেন কয়েকজন। গায়ে হলুদ রঙের কম্বল জড়ানো।
৯ সেপ্টেম্বর হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হলেও পরীক্ষা-নিরীক্ষার দশদিন পর ক্রেতারা হ্যান্ডসেটটি হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।